You Like Most

কম্পিউটারে যে কোন Website Block বা বন্ধ করে রাখুন

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সাইট ভিসিট করে থাকি কম্পিউটারে ওয়েবসাইট ব্লক করে রাখাটা তেমন জরুরী না হলেও অনেক সময় এটি অনেকের খুব কাজে আসতে পারে যেমন ধরুন আপনার কম্পিউটারে বাসার ছোটরাও ইন্টারনেট ব্যবহার করে এবং আপনি চাচ্ছেন তারা যেন ফেসবুকের প্রতি বা অন্য কোন সাইটের প্রতি আসক্ত হয়ে না পড়ে তাই নির্দিষ্ট কোন সাইট আপনার কম্পিউটারে বন্ধ করে রাখবেন কিংবা যারা সাইবার ক্যাফে খুলে বসেছেন তাদের এইটা খুব বেশী কাজে আসতে পারে সাইবার ক্যাফেতে বিভিন্ন মানুষ কম্পিউটার ব্যবহার করে তাই আপনি যেসব ওয়েবসাইট আপনার সাইবার ক্যাফেতে ভিসিট করা থেকে সবাইকে বিরত রাখতে চান সেগুলো আপনার ইচ্ছামত বন্ধ করে রাখতে পারেন




এবার কাজটি কিভাবে করবেন সেটা বলে দেই প্রথমে My Computer প্রবেশ করুন এখন C:\WINDOWS\system32\drivers\etc এই ফোল্ডারে যান এবং hosts ফাইলটি Notepad এর সাহায্যে ওপেন করুন এখন লক্ষ করুন ফাইলটির শেষের দিকে 127.0.0.1 localhost একটি লাইন আছে ওই লাইনটার নিচে 127.0.0.1 http://www.youtube.com উপরের এই লাইনটি যোগ করে দিন অথবা 127.0.0.1 নাম্বারটা লিখে একটা স্পেস দিয়ে আপনার ইচ্ছামত যে কোন ওয়েবসাইটের ঠিকানা দিয়ে ফাইলটি সেভ দিয়ে বন্ধ করে দিন এখন আপনার Block করা সাইটটি ব্রাউজ করে দেখুন ওপেন হবেনা আবার যদি Unblock বা পূণরায় সাইটটি খুলতে চান তাহলে আগের গিয়ে hosts ফাইলটি ওপেন করে ব্লককৃত ওয়েবসাইটটির নাম ডিলেট করে দিয়ে ফাইলটি সেফ করে দিন [বিঃদ্রঃ প্রতিবার কোন ওয়েব সাইট Block কিংবা Unblock করার সময় আপনার ব্রাউজার বন্ধ রাখুন তা না হলে দেখা যাবে ব্লক করার পরও সাইটটি খুলে যাচ্ছে কিংবা আনব্লক করার পরও সাইটটি ব্লক হয়ে আছে কিছু কিছু সময় ব্রাউজার বন্ধ রাখলেও এইরকম সমস্যা হতে পারে এক্ষেত্রে আপনার ইন্টারনেট সংযোগ বন্ধ করে আবার সংযোগ দিয়ে কাজ করুন দেখবেন ঠিকভাবে কাজ করবে]
Share this article :
 
Support : Creating Website | Saiful's Template | Saiful's Template
Copyright © 2012. Freelancing & Mini Software - All Rights Reserved
Template Created by Creating Website Published by Saiful's Template
Proudly powered by Blogger